|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||
বরিশাল মহানগরীরর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের নগদ অর্থ দিয়েছে ওয়াকার্স পার্টি বরিশাল মহানগর ও জেলা কমিটি। শহরের বিভিন্ন এলাকার পথচারীদের মাস্কও দেওয়া হয়েছে এই দলটির পক্ষ থেকে। নগরীর ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে শুক্রবার এক আয়োজনে এসব সহায়তা দেওয়া হয়।
এরআগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পিপিই, সার্জিক্যাল এন (৯৫) মাস্কসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয় পার্টির পক্ষ থেকে।
শুক্রবারের আয়োজনে উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টি জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, মহানগর সদস্য জাফর হোসেন, নজরুল ইসলাম, শাহরুখ তমাল, মিন্টু ও রতন চক্রবর্তী।