|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা ||
সংবর্ধিত হলেন সদ্যনির্বাচিত ভেড়ামারা পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল।মঙ্গলবার বিকেলে ভেড়ামারা মডেল পাইলট হাইস্কুল ক্যাম্পাসে আয়োজন করে মেয়রকে সংবর্ধিত করেন স্থানীয় মানুষ। উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাসদ নেতা শরিফুল কবির স্বপন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আসিকুর রহমান ছবি, মেয়র পত্নী আমিনা খানম, জেলা নারী জোটের নেত্রী ও আব্দুল আলীম স্বপনের স্ত্রী নাসিমা আলীম, কুষ্টিয়া জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, জাতীয় নারীজোট নেত্রী আরতী রানী সিংহ রায় প্রমুখ।
অনুষ্ঠানে ভেড়ামারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জাসদ মনোনীত বিজয়ী প্রার্থী আনোয়ারুল কবির টুটুলকে পুস্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন।