|| সারাবেলা প্রতিনিধি, মৌলভীবাজার ||
জেলার চায়ের রাজধানী নামে খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের রাধানগরের মানুষ সুভাষ ভর। পাহাড় কেটে মাটি বিক্রি করাই তার ব্যবসা। বহু বছর ধরে পরিবেশ বিধ্বংসী অবৈধ এই ব্যবসা করে আসছেন সুভাষ ভর।
বৃহস্পতিবার ৪ঠা মার্চ দুপুরের দিকে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত পাহাড় কাটার অপরাধে সুভাষ ভরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন ৬ এর “খ” লঙ্ঘনের দায়ে এ অর্থদণ্ড দেয়া হয়।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিনের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদফতর মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা ও শ্রীমঙ্গল থানার এসআই কামরুল হাসানসহ স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।