|| সারাবেলা প্রতিনিধি, মৌলভীবাজার ||
শ্রীমঙ্গলে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রি করা নগদ ২,০১০টাকাসহ এক মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কারবারীর নাম আনোয়ার মিয়া। বয়স ৫০।তার বাড়ি উপজেলার কালিঘাট রোডে।
বুধবার রাতে আনোয়ার মিয়াকে শ্রীমঙ্গল উপজেলা শহরের স্টেশন রোড় এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ আটক করা হয়। আনোয়ার মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
পুলিশ কর্মকর্তা মুকুন্দ দেববর্মা জানান, রাত সাড়ে দশটার দিকে পুলিশ আনোয়ার মিয়াকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড়ের সেলিম টি সাপ্লাই দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তাকে থানা হাজতে রাখা হয়েছে।