|| সারাবেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) ||
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগে মারা গেছে একজন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার সকালে সাড়ে নয়টার দিকে পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি ছোক্কার খাল এলাকার ঢাকা ওয়াশিং কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই কারখানার লোকজন ও স্থানীয়রা মিলেই আগুন নেভায়। পরে কেমিক্যাল গোডাউনের ধংসস্তুপ পরিষ্কার করতে গিয়ে একজনের পোড়া মরদেহ খুঁজে পায় কারখানার লোকজন। নিহত শ্রমিকের নাম মাসুম সিকদার। বয়স ৩৫। তিনি ঢাকার দোহার উপজেলার চরকুসুমহাটি গ্ৰামের সূর্য সিকদারের ছেলে। সে এ কারখানার ওয়েল্ডিং শ্রমিক ছিল।
সকাল থেকে কারখানার নিচ তলায় কেমিক্যাল গোডাউনের পাশে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। হঠাৎ সেখান থেকে আগুন লেগে যায়। কেমিক্যাল স্পর্শ করার মুর্হুতের মধ্যেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। এ সময় ওই গুদামে অবস্থান করা মাসুম সিকদার দগ্ধ হয়ে মারা যান। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছে অন্তত আরো ২০ জন। তাদের সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো শ্রমিক নিহতের খবর তিনি জানেন না।
তবে ব্যাপারে ঢাকা ওয়াশিং পোশাক কারখানায় কর্তব্যরত কোনো কর্মকর্তা এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।