শেরপুরে করোনা শনাক্তের কথা শুনে পালিয়েছেন এক নারী!

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে করোনা শনাক্তের কথা শুনে বাড়ি থেকে পালিয়েছেন শনাক্ত হওয়া এক নারী (২৬)। বুধবার (৩ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন ওই নারীর পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়ি থেকে পালিয়ে যাওয়া ওই নারী ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা এলাকার আমিরুলের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহেদ ইকবাল জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ওই নারীর করোনা পজেটিভ আসলে তাকে নিজ বাড়িতেই হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু করোনা শনাক্তের কথা শুনে হোম আইসোলেশনে না থেকে বাড়ি থেকে পালিয়েছেন তিনি। ওই নারীকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না। বুধবার স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই নারীর খোঁজ-খবর নিতে গেলে তার পালানোর বিষয়টি জানাজানি হয়।

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বাগেরভিটা এলাকায় করোনা শনাক্ত হওয়া ওই নারীকে খোঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ির লোকজনও কোন সন্ধান দিতে পারছে না। তাই ইউপি সদস্য ও গ্রামপুলিশসহ এলাকার লোকজনকে খোঁজার জন্য বলে দিয়েছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন বলেন, করোনা শনাক্ত হয়ে এলাকা থেকে পালিয়ে যাওয়া খুবই দুঃখজনক। মানুষ নিজে নিজে সচেতন না হলে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তবে তাকে খোঁজতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ সারাবেলা / শাকিল মুরাদ/নাআ/সেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন