শীতলক্ষ্যায় ট্রলার ডুবিতে নিখোঁজ পোশাক শ্রমিক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে সাদ্দাম হোসেন নামে একজন যাত্রী নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারে কাজ করছে

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে সাদ্দাম হোসেন নামে একজন যাত্রী নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারে কাজ করছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল।

সোমবার ১৮ই জানুয়ারি সকাল পৌনে ৮টার দিকে নবীগঞ্জ গুদারাঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাদ্দাম হোসেন নবীগঞ্জের অলেম্পিয়া হাউজ এলাকার মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের একটি গার্মেন্টের পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সকাল পৌনে আটটার দিকে কাজে যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে উঠেন। একপর্যায়ে নদীর মাঝে নৌকা ডুবে গেলে কয়েকজন যাত্রী ও মাঝি নদীতে পরে যায়।  বাকিরা সাঁতার কেটে ও ডুবুরিদের সহায়তার মাধ্যমে বেঁচে যান। নিখোঁজ সাদ্দাম হোসেন সাঁতার না জানায় ডুবে যায় বলে জানান তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ঘনকুয়াশার মাঝে অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলারটি মাঝনদীতে উল্টে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাতাঁর না জানায় রনি ডুবে যান। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

 

সংবাদ সারাদিন