শীতবিপর্যস্তদের কম্বল দিলো ডিভিশনাল ব্লাড সোসাইটি

শীতবিপর্যস্তদের কম্বল দিয়েছে ময়মনসিংহ ডিভিশনাল ব্লাড সোসাইটি।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

শীতবিপর্যস্তদের কম্বল দিয়েছে ময়মনসিংহ ডিভিশনাল ব্লাড সোসাইটি। বুধবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই এলাকায় সংগঠনের উপদেষ্টা সুমন ফ্রেইম এর পৃষ্ঠপোষকতায় শীতবিপর্যস্ত মানুষদেরকে এসব কম্বল দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিভিশনাল ব্লাড সোসাইটির উপদেষ্টা আলী ইউসূফ,  সাধারণ সম্পাদক সৌরভ দত্ত দিপু, সদস্য শাহ মিনহাজুল হুদা মাহিক, হেল্প প্লাস ময়মনসিংহের প্রতিষ্ঠাতা সাফরান আহমেদ। আনোয়ারা করিম সমাজ কল্যাণ সংস্থার সদস্য কবি জামান শাহ্।

ডিভিশনাল ব্লাড সোসাইটির সাধারন সম্পাদক সৌরভ দত্ত দিপু জানান,  সংগঠনের উপদেষ্টা এবং সমাজসেবক সুমন ফ্রেইমের পক্ষ থেকে ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের  আনোয়ারা করিম সমাজকল্যাণ সংস্থার ৪২ জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  সুমন ফেইম অসহায় মানুষদের জন্য একজন নিবেদিতপ্রাণ সম্পন্ন মানুষ। বরাবরের মত এবারও অসহায় মানুষদের  পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এই কম্বলের মাধ্যমে অসহায় মানুষ গুলো প্রচন্ড ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে পারবে।

এ সময় আনোয়ার করিম সমাজকল্যাণ সংস্থার ৪২ জন প্রতিবন্ধিদের মাঝে মাসিক ভাতা বিতরণ করা হয়। আনোয়ারা করিম সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুমি সরকার জানান, ২০১৬ সাল থেকে ময়মনসিংহের  ফুলবাড়িয়া উপজেলার   রাধাকানাই ইউনিয়নে ৪২ টি প্রতিবন্ধি পরিবারের মাঝে নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন উৎসব ও  সময়ে নানাভাবে  তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে। যাতে তারা একটু ভালোভাবে আনন্দের সাথে সমাজে বেঁচে থাকতে পারে।

 

সংবাদ সারাদিন