|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||
শিল্পোদ্যোক্তা উন্নয়নে পাঁচ দিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে গাজীপুরে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গাজীপুরের উদ্যোগে রোববার ৭ই মার্চ এই কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি কর্মসংস্থান ব্যাংক গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক কৃষ্ণ চন্দ্র ঘোষ।
বিসিক গাজীপুর জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী প্রশিক্ষণ ক্লাসে বক্তব্য রাখেন কোনাবাড়ি বিসিক শিল্পনগরী কর্মকর্তা মো. হাবিবুর রহমান রাসেল, জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা শেখ মো. সোহরাব উদ্দিন ও সম্প্রসারণ কর্মকর্তা জোহরা ফাতেমা। নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়নে এ প্রশিক্ষণ কোর্সটি চলবে ১২ই মার্চ পর্যন্ত।
প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণ চন্দ্র ঘোষ বলেন, চাকরির জন্য না ঘুরে উদ্যোক্তা হোন, ব্যাংক আপনাদের সহায়তা করবে। আপনারা অন্যদেরকে চাকরি দিতে পারবেন।
কোর্স সম্পর্কে উপ-ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, দেশের শিক্ষিত তরুণদের মধ্যে যারা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাদের জন্য এ প্রশিক্ষণ কোর্স প্রণয়ন করা হয়েছে। সফলভাবে কোর্স শেষ করবার পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ সহায়তা করা হবে।
প্রশিক্ষণ কোর্সে ৩০ প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন।