শিবচরে ৫৩ জেলে আটক পোড়ানো হলো দেড় লাখ মিটার জাল

|| সারাবেলা প্রতিনিধি, শিবচর ||

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ৫৩ জন জেলেকে আটক করেছে পুলিশ। রোববার রাতে পদ্মানদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের টিম এসকল জেলেকে আটক করে। এসময় দেড় লাখ মিটার জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, রোববার ১লা নভেম্বর রাত ১২টা থেকে সোমবার ২রা নভেম্বর ভোর পর্যন্ত শিবচরের পদ্মানদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের টিম। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসানের নেতৃত্বে অভিযানে জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এটিএম সামসুজ্জামান, শিবচর থানা ও নৌ পুলিশ সদস্যরা অংশ নেন। এসময় পদ্মানদীর বিভিন্ন স্থানে মাছ ধরতে থাকা অবস্থায় ৫৩ জেলেকে আটক করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ফেলে ভ্রাম্যমান আদালত। জব্দ মাছ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

আটককৃত ৫৩ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন