শিকলবন্দিত্ব থেকে মুক্ত হলো লালমোহনের এক কিশোরী

ভোলার লালমোহনে ১৪ বছরের এক কিশোরীকে পায়ে লোহার শিকল পরিয়ে বেধে রেখেছিলো বাবা আবুল কালাম। সংবাদ পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন লালমোহন থানা পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, লালমোহন, ভোলা ||

ভোলার লালমোহনে ১৪ বছরের এক কিশোরীকে পায়ে লোহার শিকল পরিয়ে বেধে রেখেছিলো বাবা আবুল কালাম। সংবাদ পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন লালমোহন থানা পুলিশ।

বুধবার ১৩ই জানুয়ারি রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ৯ নম্বর ওয়ার্ডের ওলি বেপারী বাড়ির ওই কিশোরীকে তাদের থাকার ঘর থেকে উদ্ধার করা হয়। ওসি মো. মাকুসুদুর রহমান মুরাদের নেতৃত্বে পুলিশ মেয়েটিকে উদ্ধার করবার পর বাবা আবুল  কালামকে আটক করে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন,  স্থানীয় চৌকিদার শফিকুল  ইসলাম বাবুলের মাধ্যমে সংবাদ পেয়ে মহিলা পুলিশ নিয়ে রাতেই কিশোরীকে উদ্ধার করা হয়  এবং তার বাবা আবুল কালামকে আটক করা হয়। এ ঘটনায় চৌকিদার শফিকুল বাদি হয়ে  ওই কিশোরীর বাবা আবুল কালাম ও মা মরিয়ম বিবিকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নম্বর ১২, তারিখ ১৩ই জানুয়ারি।

কিশোরীর বাবার দাবি তার মেয়ে প্রেমে জড়িয়ে পড়ায় তাকে বাড়ির বাইরে বের হতে দেয়া হচ্ছিল না। তাকে শিকল দিয়ে বেধে রাখা হয়। বৃহস্পতিবার কিশোরীর বাবাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সারাদিন