শায়েস্তাগঞ্জে ট্রাক-অটো সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

শায়েস্তাগঞ্জ থেকে অলিপুরগামী অটোরিকশাটি নছরতপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গেলে অটোরিকশার ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||

জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো ছয় অটোরিকশা যাত্রীর। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, নছরতপুর গেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার চুনারুঘাট উপজেলার শ্রীবাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর ছেলে স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের ছেলে আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর ছেলে আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পাণ্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী।

এরা সবাই অলিপুরের প্রাণ-আরএফএল কোম্পানির শ্রমিক বলে স্থানীয়রা জানিয়েছে।

ওসি অজয়চন্দ্র বলেন, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুরগামী অটোরিকশাটি নছরতপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গেলে অটোরিকশার ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে।

সংবাদ সারাদিন