|| সারাবেলা প্রতিনিধি, যশোর ||
যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নির্দেশনায় ডিজিটাল এলইডির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রামাণ্য চিত্র দেখানো কার্যক্রম শুরু হয়েছে। শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে দুই দিন ব্যাপী এই প্রামান্য চিত্র দেখানো হবে।
শনিবার ১৪ই আগস্ট বিকালে ডিজিটাল এলইডির শুভ উদ্বোধন করেছে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ শার্শা উপজেলা শাখার আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।