শহীদ রাউফুন বসুনীয়া স্মরনে পাঠাগার হলো রাজারহাটে

১৯৮৫ সালের ১৩ই ফেব্রুয়ারি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারদলীয় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান রাউফুন বসুনিয়া। রাউফুন বসুনিয়া ছিলেন তৎকালীন বাকশাল সমর্থিত ছাত্র সংগঠন জাতীয় ছাত্রলীগ এর নেতা। মৃত্যুর সময় তিনি সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স এর ছাত্র ছিলেন।

|| সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম থেকে ||

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাউফুন বসুনীয়ার স্মরণে তার জন্মস্থান রাজারহাটে পাঠাগার গড়েছে রাজারহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েসন। কুড়িগ্রাম জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন পাঠাগারটির উদ্বোধন করেন।

বৃহস্পতিবার দুপুরে রাজারহাট আবদুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মোহাম্মদ  আক্তারুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, দৈনিক কালের কণ্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি, কবি ও লেখক আব্দুল খালেক ফারুক, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক নাজমুল হুদা সুমন, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম, প্রভাষক নিমাই রায়, কবি ও লেখক এনাম রাজু, মনিবুল হক বসুনীয়া, রোকনুজ্জামান প্রামাণিক, যুবলীগ নেতা অজয় কুমার প্রমূখ।

স্টুডেন্টস অ্যাসোসিয়েসনের সমন্বয়ক হাসনাত কানন ও সহ-সমন্বয়ক শাহআলম কিরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

উল্লেখ্য ১৯৮৫ সালের ১৩ই ফেব্রুয়ারি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারদলীয় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান রাউফুন বসুনিয়া। রাউফুন বসুনিয়া ছিলেন তৎকালীন বাকশাল সমর্থিত ছাত্র সংগঠন জাতীয় ছাত্রলীগ এর নেতা। মৃত্যুর সময় তিনি সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স এর ছাত্র ছিলেন।

তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

 

সংবাদ সারাদিন