|| অনলাইন প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||
ভোলার লালমোহনে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপ ও মৎস্য আহরণে নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়া জেলেদের পূনর্বাসনের চাল দেয়া হয়েছে। করোনাভাইরাস এড়াতে এসময়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই জেলেরা এই চাল নেন।
বুধবার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের জেলেদের মধ্যে চাল দেওয়ার এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চেীধুরী শাওন। এ দুই ইউনিয়নের ৩ হাজার ১৪০ জন জেলে দুই মাসে ৮০ কেজি করে চাল পাবেন।
এসময় এমপি শাওন বলেন, জেলেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধ করা পূণর্বাসনের এ চাল পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি জেলে পরিবারকে দেওয়া হবে। সুবিধাভোগী কোন জেলেই বাদ পড়বে না বলেও জানান তিনি।
এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান শাওন। এ সময় উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুসহ স্থনীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিজন।
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/download-1-2.jpg?fit=300%2C156&ssl=1)