লালমোহনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, লালমোহন ||

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার ১০ আগস্ট সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ, থানা ও সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

মহামারি করোনা পরবর্তী দেশের খাদ্য ঘাটতি পূরণে মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষে এদিন প্রায় ২০ টি পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন তিনি। এর আগে লালমোহন পৌর পর্ষদের মাসিক সাধারণ সভায় অংশ গ্রহণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমিসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন