|| সারাবেলা প্রতিনিধি, লক্ষীপুর ||
র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারের বন্ধন চাইনিজ রেষ্টুরেন্টে থেকে আমজাদ হোসেন (রাজিব) কে আটক করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সদর থানায় মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করে।
সেই নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র। এসময় তার কাছ থেকে ১০ টি বিদেশী মদের বোতল ও ২৩ টি ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো: আবু ছালেহ সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে র্যাব অভিযান চালিয়ে রাজিব কে আটক করে। এসময় তার কাছ থেকে বিদেশী মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই স্বীকার করেছে কুমিল্লা থেকে মাদক এসে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে তা বিক্রি করে দেয়। তাকে থানা পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।