লক্ষ্মীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

"মুজিব বর্ষে শপথ করি প্লাস্টিক দূষণ রোধ করি এমন প্রতিপাদ্য" সঙ্গে নিয়ে ১৫ই মার্চ (সোমবার) বিশ্ব ভোক্তার অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভার আয়োজন করা হয়।

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||

“মুজিব বর্ষে শপথ করি প্লাস্টিক দূষণ রোধ করি এমন প্রতিপাদ্য” সঙ্গে নিয়ে ১৫ই মার্চ (সোমবার) বিশ্ব ভোক্তার অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, সহকারী কমিশনার (এনডিসি) রাসেল ইকবাল, লক্ষ্মীপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী শংকর মজুমদার প্রমুখ।

সংবাদ সারাদিন