|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের এই আয়োজনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল গফফার, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভাশেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।