লক্ষ্মীপুরে কিশোরী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা প্রমাণীত হওয়ায় জহির হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করার আদেশ দিয়েছে আদালত।বুধবার ২৭শে জানুয়ারী..

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা প্রমাণীত হওয়ায় জহির হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করার আদেশ দিয়েছে আদালত।

বুধবার ২৭শে জানুয়ারী দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা: সিরাজুদ্দৌলাহ কুতুবী এই রায় প্রদান করেন। আসামী জহির হোসেন পলাতক রয়েছে।

এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড: আবুল বাশার সাংবাদিকদের জানান, গত ২০০৯ সালের ৭ই অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ফাতেমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয় যাওয়ার পথে জহির তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরে এ ঘটনায় ভিকটিমের স্বজনরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় বিজ্ঞ আদালত আজ আসামী জহিরকে যাবতজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করার আদেশ দেন।

 

 

সংবাদ সারাদিন