|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||
লক্ষ্মীপুর সদর উপজেলায় কাসেম আলী (৩৮) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ১৮ই জানুয়ারী সকালে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে আঁধার মানিক গ্রামের আবু তাহেরের পুত্র।
স্থানীয়রা জানান, ভোরে কাসেম আলী স্থানীয় একটি ইটভাটা কাজ করতে যায়। শরীরে অবস্থা ভালো না থাকায় ভাটা থেকে ফিরে এসে স্থানীয় আবদুর রহিমের দোকানে গিয়ে চা খেয়ে বাড়ি যাওয়ার কথা বলে দোকান থেকে বের হয়।
কিছুক্ষণ পর বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তার স্বজন ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাছের সাথে একটি ঝলন্ত মরদেহ পড়ে আছে এমন সংবাদ স্থানীয়দের কাছ থেকে পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।