|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার অসহায় মানুষকে ঈদসহায়তা দিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী। সোমবার বিকেলে রামগতি উপজেলার জমিদার হাট ভাই ভাই কমিউনিটি সেন্টারে ফরিদুন্নাহার লাইলীর পক্ষ থেকে পাঁচশ’র বেশী গরীব ও কর্মহীন মানুষকে এসব ঈদসহায়তা দেয়া হয়। করোনা পরিস্থিতিতে সবরকম স্বাস্থ্যবিধি মেনেই এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজন সমন্বয়ের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য আদুল্যাহ আল মামুন জানান, করোনা মহামারির এই দুঃসময়ে কঠিন সময় পার করছে সবাই। অসহায় ও দুঃস্থ মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে তুলতে ও তাদের মুখে হাসি ফোটাতে তাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন আওয়ামী লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলী। এই অঞ্চলের অসহায় মানুষে জন্য তিনি সবসময় তার সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন।
এদিকে ঈদের আগে সেমাই, চিনি, দুধ, পোলাওয়ের চাল, তেল ও সাবান একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও কর্মহীন মানুষ। এ সময় তারা মহান আল্লাহর কাছে ফরিদুন্নাহার লাইলীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদু মতলব, লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য রোপেনা আক্তার, রামগতি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা আক্তার, রামগতি পৌর আওয়ামী লীগের সভাপতি সাইয়েদ পারভেজ, আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনু, যুবলীগ নেতা আপেল মাহমুদ, জোবায়ের, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মাইন উদ্দিন ভূইয়া, রিয়েল প্রমুখ।
একই কর্মসূচীর অংশ হিসেবে ২০শে জুলাই মঙ্গলবার কমলনগর উপজেলার করিতোলা বাজারে অসহায় মানুষের মাঝে ঈদসহায়তা দেয়া হবে।