লক্ষীপুরে এতিমরা পেলো শিক্ষা আর খেলার সামগ্রী

জেলার রামগঞ্জ শহরের ৪৫ জন এতিম শিশুদেরকে দেওয়া হয়েছে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী।

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষীপুর ||

জেলার রামগঞ্জ শহরের ৪৫ জন এতিম শিশুদেরকে দেওয়া হয়েছে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী। বৃহস্পতিবার ১৭ই ডিসেম্বর দুপুরে বেসরকারী প্রতিষ্ঠান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এবং হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রামগঞ্জ হুমায়ুন রশিদ।

হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের হেড অব কমিউনিটি এন্ড এনগেজমেন্ট মো. খায়রুল শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন, ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম রহমান, সমন্বয়ক ও সাংবাদিক ফারুক হোসেন, ডা: আরমান খান, সাইফুল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ ৪৫ জন এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী ও কম্বল বিতরন করেন।

ভবিষ্যতেও এতিমদের লেখা পড়া ও মানসিক বিকাশের আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরনের সহযোগীতা করা হবে বলে জানিয়েছেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের হেড অব কমিউনিটি এন্ড এনগেজমেন্ট মো. খায়রুল শাহেদ।

এসময় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠনের অন্যান্য সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন