লকডাউন দেখতে বের হওয়ায় ৫৭ জনকে জরিমানা

স্বাস্থ্য বিধি অনুসরণ না করা এবং লকডাউন দেখতে বাইরে ঘোরাফেরা করায় ৫৭ জনকে ৪৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা(ময়মনসিংহ) ||

ময়মনসিংহের ভালুকায় কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ১লা জুলাই সকাল থেকে নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ মাইন উদ্দিনের নেতৃত্বে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে মহড়া দেয় উপজেলা প্রশাসন। এ সময় স্বাস্থ্য বিধি অনুসরণ না করা এবং লকডাউন দেখতে বাইরে ঘোরাফেরা করায় ৫৭ জনকে ৪৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

পৃথক ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ২১ জনকে ২২ হাজার টাকা ও সহকারী কমিশনার(ভুমি) ৩৬ জনকে ২৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। পৃথক অভিযানে জেলা ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাশেদসহ সেনাসদস্য ও মডেল থানা পুলিশ অংশ নেয়।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। এটি একটি চলমান প্রক্রিয়া। জনগণকে স্বাস্থ্য বিধি অনুসরণে সচেতন করাই মুখ্য উদ্যেশ্য।

এদিকে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক ও ভালুকা-গফরগাঁও সড়কে পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া স্থানীয় সড়ক গুলোতেও যান চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে মার্কেট, শপিং মল। ফার্মেসি ও নিত্যপণ্যের কাঁচামালের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে লোকজনের চলাচল ছিল একেবারেই সীমিত। তবে বিকেল থেকে লোকজন জরুরি প্রয়োজনে বাইরে বের হতে দেখা গেছে। লকডাউনের কারণে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের লোকজন।

সংবাদ সারাদিন