র‍্যাবের অভিযানে গ্রেফতার হলো শীর্ষ অস্ত্র ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জের লস্করপুর বাটার মোড় এলাকায় থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ১ শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

চাঁপাইনবাবগঞ্জের লস্করপুর বাটার মোড় এলাকায় থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ১ শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার ২৪শে এপ্রিল রাত ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের লস্করপুর বাটার মোড় এলাকায় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো, শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের তসলিম উদ্দীনের ছেলে ডালিম (৩৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস শাকিব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লস্করপুর বাটার মোড় এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডালিম পিস্তল কেনাবেচার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সংবাদ সারাদিন