|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর দায়েরকৃত মামলা ও হেনেস্তা এবং হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজ।
বুধবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবদিক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি জাফরুল আলমসহ আরও অনেকেই।
এ সময় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, রোজিনা ইসলামের উপর এ ধরনের নির্যাতন অনুসন্ধানী সাবাদিকতার পথকে রুদ্ধ করবে। এ সময় বক্তারা দূর্ণীতিবাজ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান