রেলপথের ওপর নাঙ্গলকোট পৌরবাজার ঘটছে দুর্ঘটনা

রেলপথের ওপর বেসছে জেলার নাঙ্গলকোট পৌরবাজারের অনেক দোকান। ঘটছে দুর্ঘটনা। ইতোমধ্যেই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা) ||

রেলপথের ওপর বেসছে জেলার নাঙ্গলকোট পৌরবাজারের অনেক দোকান। ঘটছে দুর্ঘটনা। ইতোমধ্যেই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করলেও কয়েকদিন পর আবারও দোকান বসিয়ে ব্যবসা শুরু করেন দোকানদারা। দোকান বসিয়ে তার উপর ছাতা টানানোয় অনেক সময়ই রেলের চালক ও গেটম্যানরা সামনের অবস্থা দেখতে পান না। ফলে দুর্ঘটনার আশংকা আরো বেড়ে যায়।

অভিযোগ রয়েছে, রেলওয়ে পুলিশ ( জিআরপি) এসব দোকানদারদের থেকে মাসোহারা আদায় করেন নিয়মিত। এতে করে অনেকটাই নির্বিঘ্নে ব্যবসা করছেন দোকানদাররা। কেউ তাদেরকে কিছু বলার সাহস পায়না। বললেও কোন কাজ হয়না।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ প্রসঙ্গে জানান, রেলওয়ে কর্তৃপক্ষ লাইনের উপর বসা এসব দোকানদারদের উচ্ছেদ করে চলে যাওয়ার পর তারা আবার বসে যান। তবে শিগগিরই এদেরকে স্থায়ীভাবে উচ্ছেন করা হবে।

সংবাদ সারাদিন