রূপগঞ্জে করাতকলে আগুন পোষাক কারখানায় আতঙ্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী টিম্বার এন্ড স মিলে আগুন লেগেছে। এসময় মিলটির পাশে থাকা অন্তিম নিটিং, ডায়িং এন্ড ফিনিশিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

|| সারাবেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ||

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী টিম্বার এন্ড স মিলে আগুন লেগেছে। এসময় মিলটির পাশে থাকা অন্তিম নিটিং, ডায়িং এন্ড ফিনিশিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পোশাক কারখানার ভেতরে আগুনে ধোঁয়া গেলে শ্রমিকরা আগুন লেগেছে এমন আতঙ্কে কারখানা থেকে বেরিয়ে যায়। এতে করে রক্ষা পেয়েছে পোশাক কারখানাটির প্রায় সাড়ে ৫ হাজার শ্রমিক।

মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে করাতকলের কাঠের গুড়ায় আগুন ধরে যায়। চারদিকে ছড়িয়ে পড়া আগুন প্রায় ২০ থেকে ৩০ ফুট উচুঁতে উঠে যায়। চারদিকে ধোঁয়া ছড়াতে থাকে। পাশের অন্তিম নিটিং, ডায়িং এন্ড ফিনিশিং পোশাক কারখানায় আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে আগুন লেগেছে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা । এক পর্যায়ে আতঙ্কিত শ্রমিকরা পোশাক কারখানা থেকে বেরিয়ে পাশে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন।

স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে পারেন। তারা বলেন, একটি রফতানিমুখী পোশাক কারখানার পাশে এ ধরনের করাতকল থাকাটা নিরাপদ নয়। এছাড়া মিলের কাঠের গুড়া (তুষ) যেখানে-সেখানে ফেলে রাখা হয়। মিলের শ্রমিকরা কোন প্রকার নিয়মনীতি না মেনে বিড়ি-সিগারেট পান করে থাকেন। প্রায় সময়ই আগুনের ঘটনা ঘটলেও এ ব্যপারে কারো কোন নজর নেই।

অন্তিম নিটিং, ডায়িং এন্ড ফিনিশিং কারখানার ডাইরেক্টর এইচআর এডমিন এন্ড কমপ্লাইন্ড দেলোয়ার হোসেন বলেন, পাশের করাতকলে লাগা আগুনের ধোঁয়া আমাদের কারখানার ভেতরে গেলে শ্রমিকরা আতঙ্কিত হয়। তবে কিছুক্ষণ পরে পুনরায় শ্রমিকরা কাজে যোগ দেয়।

ডেমড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ওসমান গনি বলেন, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আগুন নেভানো হয়ে গেছে। তবে, পোশাক কারখানায় আগুন লাগার গুজব ছড়ানো হয়েছিলো। প্রকৃতপক্ষে ’স’ মিলে আগুন লেগেছে। সময় মতো আগুন নেভানোর কারনে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

সংবাদ সারাদিন