রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার মিজান রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবতে ৩ হাজার ৯শত ৬০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের

|| সারাবেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ||

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবতে ৩ হাজার ৯শত ৬০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী  মিজানুর রহমানের ( ২৬) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে  নারায়ণগঞ্জের একটি আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন।

গত ২৭শে এপ্রিল রূপগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী  মিজানুর রহমানের ৭ দিনের রিমান্ড আবেদন করে কোর্টে চালান করে দেয়। কোর্ট তার একদিনের রিমান্ড মঞ্জুর করে।

ওই দিন পৌনে ১২ টার সময় তারাব পৌরসভার বরাব পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন তিনতলা বিল্ডিংয়ের পূর্বপাশে রাস্তার উপর থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব-১ (উত্তরা)। জব্দ করা হয় ২ টি মোবাইল ফোন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১১ লাখ ৮৮ হাজার টাকা।গ্রেফতারকৃত আসামি বরাব এলাকার হযরত আলীর ছেলে।

এদিকে অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাসেল (বাটি রাসেল) নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সে রূপসী মাঝবাড়ী এলাকার মৃত ছাদেক আলীর ছেলে। তারা ইয়াবা নিজের হেফাজতে রেখে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসব তথ্য মঙ্গলবার (২৭ এপ্রিল) নিশ্চিত করেছে র‍্যাব ও রূপগঞ্জ থানা পুলিশ। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।  

সংবাদ সারাদিন