রায়পুরে ইভটিজিংয়ের শিকার স্কুল ছাত্রী হাসপাতালে

বকাঝকার ভয়ে এসব ঘটনা বাবা মাকে জানায়নি সে। ঘটনার দিন মঙ্গলবার সকালে শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় জাবেদ তাকে উত্যক্ত করে। কথা না বললে এক পর্যায়ে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে সড়কে ফেলে দেয় তাকে। এতে তার ডান হাত ভেঙ্গে যায়।

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||

লক্ষ্মীপুরের রায়পুরে ইভটিজিংয়ের শিকার হয়ে মটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছে এক স্কুলছাত্রী। তাকে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ৯ই মার্চ আহত ছাত্রীর মা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৯ই মার্চ সকাল ১০টার সময় উপজেলা পরিষদের পাশে টিএসসি সড়কে।

চৌদ্দ বছর বয়সী আহত শিক্ষার্থী রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়ে। আর পঁচিশ বছর বয়সী ইভটিজার জাবেদ হোসেন  উপজেলা পরিষদের সামনের চা দোকানদার কবির হোসেনের ছেলে।

আহত শিক্ষার্থী জানান, গত এক বছর ধরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে, স্কুলে ও শিক্ষকের বাসায় আসা যাওয়ার সময় জাবেদ তাকে উত্ত্যক্ত করে আসছে।

বকাঝকার ভয়ে এসব ঘটনা বাবা মাকে জানায়নি সে। ঘটনার দিন মঙ্গলবার সকালে শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় জাবেদ তাকে উত্যক্ত করে। কথা না বললে এক পর্যায়ে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে সড়কে ফেলে দেয় তাকে। এতে তার ডান হাত ভেঙ্গে যায়। এসময় চিৎকার দিলে বখাটে জাবেদ পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন শিক্ষার্থীকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পর থেকে বখাটে যুবক জাবেদ পালিয়ে রয়েছে। তার বাবা চা দোকানদার কবির হোসেন কিছুই জানেন না বলে জানান।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, স্কুল ছাত্রীকে ইভটিজিং ও মটরসাইকেলের ধাক্কায় আঘাতের ঘটনায় তার মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ সারাদিন