|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||
রাষ্ট্রের অর্থে কেনা করোনার ৫০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছনোর পর সেগুলো সরাসরি গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউসে নেয়া হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে অক্সফোর্ডের এসব ভ্যাকসিনের প্রথম চালান হযরত শাহ্ জালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়ারহাউসে এসে পৌঁছয়। এই চালান বেক্সিমকো ফার্মার বিশেষায়িত ফ্রিজার ভ্যানে করে গাজীপুরের টঙ্গী চেরাগ আলী ওয়ারহাউসে নিয়ে আসা হয়।
এরআগে বেক্সিমকো কর্তৃপক্ষ জানান, সকাল ১১টার দিকে হযরত শাহ্ জালাল আন্তজার্তিক বিমানবন্দরে ভারত থেকে অক্সফোর্ডের টিকার প্রথম চালান এসে পৌঁছেছে। সেখানকার সকল কার্যক্রম শেষে বিশেষায়িত ভ্যানে করে টিকাগুলো পুলিশ পাহাড়ায় টঙ্গীর চেরাগ আলীতে বেক্সিমকো ফার্মার ওয়ারহাউজের উদ্দেশ্যে রওনা দেয়।