|| অনলাইন প্রতিনিধি, সদর (বরিশাল) ||
করোনাদুর্গতদের জন্য রাষ্ট্রিয় সহায়তা কর্মসূচিতে অনিয়ম দুর্নীতি দূর করাসহ বিভিন্ন দাবীতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি বরিশাল মহানগর ও জেলা কমিটি।
অন্যসব দাবিগুলো হচ্ছে, পূর্নাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, আর্থিক প্রনোদনায় স্বচ্ছতা এবং কৃষকের ধানের লাভজনক মূল্য নিশ্চিত করা।
সোমবার সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মহানগর সদস্য জাকির হোসেন, মহানগর ছাত্র মৈত্রী সভাপতি শামিল শাহরুক তমাল, শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও ছাত্র মৈত্রী জেলা সভাপতি মিন্টু দে।