|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||
রোজা উপলক্ষে সাত লাখ ৮৫ হাজার টাকার রাষ্ট্রিয় অনুদান পেল বরিশালের ১০ উপজেলার ৭৮টি কওমী মাদ্রাসা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা হস্তান্তর করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে দেওয়া এই টাকা গ্রাহণ করেন সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকরা।
জেলার আগৈলঝাড়া উপজেলার ৪টি, বরিশাল সদর উপজেলার ১৪টি, বাবুগঞ্জ উপজেলার ২টি, বাকেরগঞ্জ উপজেলার ১১টি, গৌরনদী উপজেলার ৭টি, উজিরপুর উপজেলার ৪টি, বানারীপাড়া উপজেলার ২টি, মুলাদী উপজেলা ১৫টি, হিজলা উপজেলার ৫টি, মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪টি সহ মোট ৭৮টি মাদ্রাসার এতিম ও দু:স্থ শিক্ষার্থীদের জন্য প্রতি মাদ্রাসায় ১০ হাজার টাকা করে মোট সাত লাখ ৮৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদসহ বিভিন্ন কর্মকতাগণ।