|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||
রামপালে চলমান লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানাতে ইউএনওর ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত আছে।
শুক্রবার ২৩শে এপ্রিল সকাল থেকে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিন স্বাস্থ্যবিধি না মানায় রামপালের ফয়লাহাটের এক ব্যাবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং স্বাস্থ্যবিধি মানতে সতর্ক করেন ইউএনও।
ইউএনও জানান, লকডাউন পরিস্থিতিতে জনসাধারনকে স্বাস্থ্যবিধি মানাতে ও কোভিড সম্পর্কে সতর্ক করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জরুরী কাজে যারা বাইরে বের হচ্ছেন, তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
স্বাস্থ্যবিধি না মানা ও সরকারী নির্দেশনা যারা অমান্য করছেন আমরা তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিচ্ছি।