|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)||
রামপালে স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে স্বামী। সোমবার রাতে নিজের চিংড়ি ঘেরের বাসায় আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ৷
স্থানীয় ইউপি মেম্বর উজ্জল মিস্ত্রী জানান, উপজেলার রাজনগর ইউনিয়নের বড়দুর্গাপুর গ্রামের পরিতোষ মন্ডলের (৪৫) স্ত্রীর সাথে একই এলাকার জনৈক ব্যক্তির পরকীয়া ছিলো। সেটি নিয়ে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিলো। এদিন রাতেও তিনি তার স্ত্রীর সাথে ঝগড়া করে তিনি মৎস্য ঘেরে চলে যান ৷ সেদিন রাতেই তার নিজ ঘেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মহিলার স্বামী পরিতোষ। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি মেম্বর উজ্জল মিস্ত্রী আরো জানান, “লোকজনের মুখে শোনা যাচ্ছে তার স্ত্রীর পরকীয়ার কারণেই স্বামী পরিতোষ আত্মহত্যা করেছে। এ নিয়ে ওই পরিবারে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিলো বলে গ্রামবাসীর মুখে জানতে পেরেছেন তিনি। এ ধরণের অনৈতিক সম্পর্ক কোনভাবেই মেনে নেয়া যায় না বলেও জানান তিনি।”
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দিন বলেন, আত্মহত্যা করা পরিতোষের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। পরকীয়ার ঘটনার বিষয়টি সম্পর্কে তার কিছু জানা নেই বলে জানান তিনি।