রামপালে লকডাউনে টহল পরিদর্শনে সেনা ক্যাপ্টেন

|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||

রামপাল উপজেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন ৭ পদাতিক ডিভিশন, শেখ হাসিনা সেনানিবাস বরিশাল এর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরাফাত হোসেন ৷

বৃহস্পতিবার ৫ই আগস্ট দুপুরে তিনি রামপাল উপজেলায়  চলমান লকডাউন পরিস্থিতিতে বরিশাল শেখ হাসিনা ক্যান্টনমেন্ট এর সেনাসদস্যদের টহল  কার্যক্রম পর্যবেক্ষন করেন ৷ এ সময় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কবীর হোসেন তার সাথে ছিলেন ৷

শেখ হাসিনা সেনানিবাসের দায়িত্বপ্রাপ্ত  ক্যাপ্টেন আরাফাত হোসেন বলেন , করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের জন্য বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য সারা দেশে ১ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস বরিশালের সেনাসদস্যরা বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায়  নিয়মিত টহল পরিচালনা করছেন ৷ পাশাপাশি করোনা মোকাবিলায় দুঃস্থ পরিবারের মধ্যে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রীও প্রদান করা হচ্ছে৷

সংবাদ সারাদিন