|| সারাবেলা প্রতিনিধি, রাজশাহী ||
কাটাখালী পৌরসভার হাজারো দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল দিতে গিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বললেন, রাজশাহী মহানগরকে নিরাপদ করবার প্রত্যয় নিয়েই তিনি এই দায়িত্বে এসেছেন। কাটাখালি পৌরসভার সার্বিক তত্বাবধানে এবং আরএমপির উদ্যোগে রোবার বিকেলে মাসকাটাদীঘি হইস্কুল মাঠে অনুষ্ঠান করে গরীবদের কম্বল দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী।
প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে ‘নিরাপত্তার নগরী’হিসেবে আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে ঘোষণা দিতে চাই। রাজশাহী নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। প্রতিটি মানুষ এর সুফল ভোগ করবে। রাজশাহী নগরী হবে শান্তির নগরী। এর জন্য আমি সকলের সহযোগিতা চাই।
তিনি বলেন, মহানগরীতে কোন মাদক থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, সন্ত্রাসী থাকবে না। এই শান্তির নগরীকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য নগরবাসীর সকলের সহযোগিতা চাই। যারা মাদকাশক্ত তাদের পুনরবাসন করা হবে। তার পরেও যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী তার বক্তব্যে বলেন, এখন থেকে কাটাখালীতে যে কাজগুলো হবে তা হবে সুশৃঙ্খল ও গোছানো। নাগরিক হিসেবে যার যা পাওনা তা তাকে বুঝিয়ে দেয়া হবে। ভোটের রাজনীতি কাটাখালীর মাটিতে আমি আর করতে চাই না। কাটাখালীর মানুষের যে শ্রদ্ধা পেয়েছি তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এসময় তিনি সম্প্রতি অনুষ্ঠিত কাটাখালী পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পারায় আরএমপি’র প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহমখদুম জোনের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম, মতিহার জোনের উপপুলিশ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জি কাটাখালী থানা অফিসার্স ইনচার্জ জিল্লুর রহমানসহ এডিসিগণ। আরো উপস্থিত ছিলেন, কাটাখালী পৌর এলাকার স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ। এদিন কাটাখালী এলাকার এক হাজার দুস্থ, প্রতিবন্ধী, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।