রংপুর মেডিকেলে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

সারাবেলা প্রতিবেদন, রংপুর
সব প্রস্তুতি শেষে ২রা এপ্রিল বৃহস্পতিবার থেকে রংপুর মেডিকেল কলেজে শুরু হচ্ছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা। রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবকেও প্রস্তুত করা হয়েছে করোনা শনাক্তের ল্যাব হিসেবে। কলেজ কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে ল্যাবে বসানো হয়েছে পিসিআর মেশিন। অন্য সব প্রস্তুতিও শেষ। বৃহস্পতিবার থেকে এই ল্যাবে করোনা পরীক্ষা যাবে।
পয়লা এপ্রিল বুধবার রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মো. মোস্তাকিমুর রহমান বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। পিসিআর মেশিন বসে গেছে। অন্য সব উপকরণও হাতে এসে পৌঁছেছে। আশা করছি বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু করতে পারব। এই ল্যাবে প্রতি তিন থেকে চার ঘণ্টায় ৯০ থেকে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানান তিনি।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, আইইডিসিআর থেকে আমাদের সঙ্গে আগেই যোগাযোগ করা হয়েছে। মেশিন বসানোর প্রক্রিয়া শেষে ল্যাবে যারা কাজ করবেন, তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
বিভাগের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, শুধু রংপুর বিভাগই নয়, বিভাগের আশপাশের জেলাগুলো থেকেও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর দ্রুততম সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা যাবে এই ল্যাবে।
রংপুর বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আমিন আহমেদ খান জানান, রংপুর বিভাগের আটটি জেলার নাগরিকদের মধ্যে সন্দেহভাজনদের নমুনা এই ল্যাবে পরীক্ষা করানো যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন