|| বার্তা সারাবেলা ||
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচার করতে গিয়ে আটক হয়েছে পাচারকারী চক্রের ৬ সদস্য। এদেরকে শুক্রবার দিনাজপুর জেলা থেকে আটক করা হয়। এদের তিনজন সিলিন্ডার পরিবহনে নিয়োজিত ট্রাক এর ড্রাইভার। এবং তিনজন ট্রাকগুলোর হেলপার।
আটকরা অক্সিজেন সিলিন্ডারগুলো ঢাকার বিভিন্ন কোভিড হাসপাতালে নিয়ে যাবেন বলে দাবি করেন। ডাক্তার রেজাউল করিম নামে এক ব্যক্তি তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেয়ার জন্য পাঠিয়েছেন বলেও জানান আটকরা।
সে প্রেক্ষিতে ট্রাক তিনটির চালকরা রংপুর মেডিকেল হাসপাতালের অক্সিজেন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আবু সাঈদ খান বাবুর কাছে তিনটি চালান উপস্থাপন করেন। চালানগুলো সম্পর্কে আবু সাঈদ খান বাবুর সন্দেহ হলে তিনি ঘটনাটি মেডিকেল ওয়ান এবং ফাড়ির ইনচার্জকে জানান। পরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এসে আটকদের জিজ্ঞাদাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ৬জনই রংপুর কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে।
সংবাদসূত্র: তথ্যবিবরনী