|| সারাবেলা প্রতিনিধি, রংপুর ||
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ভিকটিম মমিনুল শাহ কে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে গত ১২ মে হত্যা করা হয়। উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার প্রেক্ষিতে, র্যাব-১৩ মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন দপুরে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী রফিকুল ইসলাম (৫০), মেরাজুল ইসলাম (২২), সিরাজুল ইসলাম (৪৩), মাহমুদুল হাসান (২৮), মোর্শেদা বেগম (৫২), – রংপুরদের’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উপরোক্ত হত্যা মামলার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।