|| সারাবেলা প্রতিনিধি, রংপুর ||
রংপুর জেলা শহরের আমাশু কুকরুল এলাকায় একটি বাঁশ ঝাড় থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি তাকে হত্যা করে লাশ বাঁশ ঝাড়ের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ২৪শে জুন সকালে নিহতের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে একটি বাঁশ ঝাড়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, রংপুর নগরীর আমাশু কুকরুল এলাকার আব্দুল আউয়ালের ছেলে নগরীর তাজহাট কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের শিক্ষার্থী আরাফাত হোসেন তন্ময় বুধবার রাত ৮ টার পর থেকে নিখোজ ছিলো। অনেক খোজাখুজি করার পরেও তার কোন সন্ধান পায়নি স্বজনরা।
নিহত কলেজ ছাত্র তন্ময়ের চাচা ফিরোজ এ্যাডভোকেট জানান সে গলায় ফাঁস দেয়নি লাশটি বাঁশ ঝাড়ের মধ্যে কোন ভাবেই ঝুলিয়ে রাখা ছিলো তা দুই পা মাটিতে ছিলো ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। নিহতের ভাই আরিফুলও একই অভিযোগ করে বিচার দাবি করেছেন।
এলাকাবাসি জানিয়েছে নিহত তন্ময়ের সাথে একই এলাকার এক গৃহবধুর সাথে পরকীয়ার সম্পর্ক ছিলো । এ ঘটনায় দায়ের করা মামলায় সে ৪ মাস কারাগারে আটক থাকার পর ২০/২৫ দিন আগে জামিনে মুক্তি পেয়েছে।