|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে খুন হন যামিনী বিশ্বাস ও দিপু বিশ্বাস। তাদের খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। রোববার ১১ই এপ্রিল দুপুর ১২টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জয়কলসে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত যামিনী বিশ্বাসের স্ত্রী ছায়ারানী বিশ্বাস, নিহত দিপু বিশ্বাসের স্ত্রী বেবি রানী বিশ্বাস, রাজেন্দ্র কান্তি সরকার, সালেহ আহমদ লিটন, লাবন্য বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫শে ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে দিপু বিশ্বাস ও মৃত কানাই লাল বিশ্বাসের ছেলে যামিনী বিশ্বাস গুরুতর আহত হন।
পরে তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিপু বিশ্বাসকে মৃত ঘোষনা করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরদিন মারা যান যামিনী বিশ্বাস।