|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
জেলার সাঘাটা উপজেলায় যমুনার ভাঙ্গনে চরম বিপর্যয়ে পড়েছে হাজারো মানুষ। ইতোমধ্যেই উপজেলার ২টি আশ্রায়ণ প্রকল্পসহ প্রায় এক হাজার পরিবারের বসতভিটা চলে গেছে নদীতে। অর্থসংকটে থাকা পরিবারগুলোর আবাস এখন আকাশের নিচে।
সাঘাটা পাতিলবাড়ি, গাড়ামারা, সিপি গাড়ামারা, কানাইপাড়া, নলছিয়া, কালুরপাড়া, কুমারপাড়া, দীঘলকান্দি, হাটবাড়ি, মুন্সিরহাট, গোবিন্দি, উত্তর সাথালিয়া, দক্ষিণ সাথালিয়া, চিনিরপটল এলাকায় ব্যাপকমাত্রায় ভাঙ্গছে যমুনা। হলদিয় ইউনিয়নের দীঘলকান্দি ও সাঘাটা ইউনিয়নের উত্তর সাথালিয়ার ২টি আশ্রায়ণ প্রকল্প নদীতে চলে গেছে।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান ও উপ-প্রকৌশলী রেজাউর রহমান রেজা। তারা ভাঙ্গনরোধে তাৎক্ষণিক কোন প্রতিকার জানাতে পারেননি। এতে ক্ষুব্ধ ভাঙ্গনে নি:স্ব মানুষ।
স্থানীয়রা জানান, ইতোমধ্যেই উত্তর সাথালিয়া আশ্রয়ণ কেন্দ্রসহ সাঘাটা ইউনিয়নের প্রায় ৪শত পরিবারের ও উত্তর দীঘল কান্দি আশ্রায়ণ কেন্দ্রসহ হলদিয়া ইউনিয়নের প্রায় ৫ শতাধিক পরিবারের বসতভিটা নদীতে বিলিন হয়ে গেছে। এছাড়াও ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামের ৫০ পরিবারের বসতভিটা নদী গর্ভে হারিয়ে গেছে।