যমুনার ভাঙ্গন কবলে বাহাদুরাবাদ ঘাট নৌ-থানা

|| অনলাইন প্রতিনিধি, দেওয়ানগঞ্জ ||

জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী বাজার এবং নবনির্মিত বাহাদুরাবাদ ঘাট নৌ-থানা ভবনটি যমুনা নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে। গত বন্যায় বাজারের অর্ধেক নদীতে চলে গেছে। বাজারের বাকী অর্ধেক এবং  বাহাদুরাবাদ ঘাট নৌথানাটিও হুমকির মুখে।নদীর কিনার থেকে ৫০ গজ দুরে ভবনটি অবস্থিত।

২০১৯ সালের ৬ এপ্রিল  বাহাদুরাবাদ ঘাট নৌথানার নব নির্মিত ভবনটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৫  কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে তিন তলা ভবনটির নির্মান কাজও শেষের পথে। ভবনটি  উদ্বোধনের সময় নদী ছিলো আধা কিলোঃ মিটার দুরে। গতকাল দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, পাউবর  ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, বাহাদুরাবাদঘাট নৌ-থানার ওসি, মিজানুর রহমান, চিকাজানি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন নদীভাঙ্গন স্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে  জামালপুর (পাউব) উপবিভাগীয় প্রকৌশলী বলেন- দু’একদিনের মধ্যে ভাঙ্গন মোকাবেলা করার জন্য জিও ব্যাগ ফেলা হবে। আগামীকাল নির্বাহী প্রকৌশলী ভাঙ্গন পরিদর্শন করবেন। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন- আমি জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবহিত করেছি। আজ ভাঙ্গন এলাকা পরিদর্শন করে আসলাম।

এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি বলেন- সরকারের সংশ্লিষ্ট দফতরকে ভাঙ্গনের বিষয়ে জানিয়ে ডিও লেটার দেয়া হয়েছে। খোলাবাড়ী বাজার ভবন রক্ষাসহ সবধরণের ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য রয়েছে যে,গত বছর বন্যায় ,খোলাবাড়ীরচর,বরখাল, চরমাগুড়িয়া,ও নয়াপাড়া ৩টি গ্রাম প্রবল ভাঙ্গনে দেখা দেয়। ফলে ওইসব এলাকায় একটি আশ্রয়ন প্রকল্প,৩টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান,১টি মসজিদসহ খোলাবাড়ী বাজাররের সিংহভাগ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ,পাকা রাস্তাসহ শতশত একর ফসলী জমিনদী গর্ভে বিলীন হয়ে যায়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ শতাধিকশিক্ষার্থী প্রতিষ্ঠানের অভাবে পাঠদান অনিশ্চিত হয়ে পড়ে। ওইসবশিক্ষার্থীদের নিয়ে বিপাকে পঢ়েছেন প্রতিষ্ঠানের শিক্ষকগন।

সসা/জেআই/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন