|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রবেশ পথে কাঁচামাটিয়া নদীর উপর ব্রীজের পার্শ্বে ময়লার স্তুপে আগুনের ধোঁয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত এক সপ্তাহ ধরে ওই ময়লার স্তুপে জ্বলছে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ। এতে বাড়ছে হাপানি শ্বাসকষ্ট জনিত রোগ বালাই।
ভূক্তভোগীরা জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় থাকার নিয়ম থাকলেও প্রশাসনিক ভাবে বিষয়টি দেখার কেউ নেই। প্রতিদিন এ পথে বাজারে আসছে হাজারো মানুষ। শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। ধোঁয়ার কারণে বাসা বাড়ীতে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে। রমজান মাসে বাজারে আসা লোকজন পড়ছে চরম বিরম্বনায়। ব্যবসায়ীরাও টিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছে না।
পৌরসভার কাউন্সিলার ও বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাইফুর রহমান ভূঁইয়া রাসেল বলেন, দীর্ঘদিনের এই সমস্য সমাধানের জন্য বারবার চেষ্ঠা করেও বিকল্প কোন ব্যাবস্থা করা যাচ্ছে না। এতে নদীর পানিসহ পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিষয়টি মেয়রকে অবহিত করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া বলেন, ব্যবসায়ীসহ আশপাশের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ধোঁয়ায় কারনে, শ্বাসরুদ্ধকর অবস্থায় মানুষ।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার বলেন, পৌরসভার ময়লা এখানে ফেলতে নিষেধ করা হয়েছে। হোটেলের লোকজন ময়লা ও ছাই ফেলয় আগুনের সৃষ্টি হয়। বিষয়টি আমি দেখছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নূরুল হুদা খান বলেন, যে কোন ধূয়া শ্বাসকষ্ট বাড়ায় এটা অত্যান্ত ক্ষতিকর। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, বিষয়টি মেয়র ও ফায়ার সার্ভিসকে অবহিত করে ব্যবস্থা নেয়া হবে।