ময়মনসিংহে ছেলের কাঁচের আঘাতে মারা গেছে নেশাগ্রস্ত বাবা

নেশাগ্রস্ত বাবার হাতে মায়ের নির্যাতন সইতে না পেরে বাবাকে হাতের কাছে থাকা কাঁচ দিয়ে আঘাত করে ছেলে। তাতেই গুরুতর আহত হয়ে বাবা মারা যান।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

নেশাগ্রস্ত বাবার হাতে মায়ের নির্যাতন সইতে না পেরে বাবাকে হাতের কাছে থাকা কাঁচ দিয়ে আঘাত করে ছেলে। তাতেই গুরুতর আহত হয়ে বাবা মারা যান। এই ঘটনা ঘটেছে শনিবার ১০ই এপ্রিল দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ শহরের কৃষ্টপুরে।

ভাঙ্গারি ব্যবসায়ী বাবা দেলু মিয়া (৪৫) দিনশেষে রাতে বাসায় ফিরে স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান স্ত্রী। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করতে থাকেন দেলু মিয়া। এসময়ে বাবাকে বাধা দিলে ছেলে জয়কেও মারধর করেন দেলু মিয়া। মায়ের ওপর অত্যাচার সইতে না পেরে ছেলে জয়(২০) হাতের কাছে থাকা কাঁচ দিয়ে বাবা দেলু মিয়াকে আঘাত করে। এতে মারাত্মক আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দেলু মিয়া নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদের পেছনে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।  

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঘটনার দিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরে দুলু মিয়া নেশার টাকার জন্য তার স্ত্রীকে মারধর করতে থাকেন। এ সময় ছেলে জয় বাধা দিলে তাকেও মারতে থাকেন দুলু। এমতাবস্থায় হাতের কাছে থাকা কাঁচ দিয়ে বাবার শরীরে আঘাত করেন জয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ছেলে জয়কে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ সারাদিন