|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাত্র যুবকদের অংশগ্রহণে দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক ক্যাম্প ‘গেরিলা ২১’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭শে মার্চ নগরীর মুসলিম ইন্সটিটিউটে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ ক্যাম্প আয়োজনে ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা, সিনেমা প্রদর্শনী, কুইজ, মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুরুতে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ছাত্র-যুবকদের বর্তমান করণীয় বিষয়ে আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ জয়দীপ ভট্টাচার্য। পরবর্তীতে স্বাধীনতার ৫০ বছরে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং করণীয় বিষয়ে আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড শেখর রায়।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অজিত দাস, পরিচালনা করেন বাকৃবি শাখার সভাপতি গৌতম কর এবং জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল হাসান।
আলোচকরা বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি বৈষম্যমূলক, অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এদেশের গণমানুষের ঐতিহাসিক লড়াই। সে লড়াইয়ে সবচেয়ে বীরত্বপূর্ণ ভুমিকা পালন করেছে এদেশের ছাত্র সমাজ। ৩০ লক্ষ শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমরা পেলাম আমাদের স্বাধীনতা। স্বাধীন দেশের শাসকশ্রেণী গণআকাঙ্খার বিপরীতে পুঁজিবাদী কায়দায় দেশ পরিচালনা করতে থাকে। ফলে ৫০ বছরে শোষণ বৈষম্য বেড়েছে বহুগুণ।
শোষণ লুটপাটকে স্থায়ী করতে বারবার অগণতান্ত্রিক শাসন, মৌলবাদী রাজনীতির প্রসার ঘটেছে। ফলে বর্তমান আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে দুইবার ক্ষমতা দখল করল। জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আয় কমে যাওয়ায় দরিদ্র সাধারণ মানুষের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থা থেকে একটি শোষণহীন সমাজ গড়তে বর্তমান ছাত্র যুবকদের মুক্তিযুদ্ধ থেকে প্ররণা নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।’
এরপর মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক সিনেমা ‘আমার বন্ধু রাশেদ ‘ প্রদর্শিত হয়। সিনেমার উপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবশেষে কুইজ এবং খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।