ময়মনসিংহের বড়বাজারে আরসিসি সড়ক নির্মাণকাজ উদ্বোধন

মেয়র তার বক্তব্যে আরো বলেন, প্রকৌশল বিভাগ বা ঠিকাদারি প্রতিষ্ঠান কোন অনিয়ম বা দূর্নীতির সাথে জড়িত হলে তদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বড় বাজার সড়ক নির্মান কাজ শুরু হয়েছে। শুক্রবার আজ বেলা সাড়ে ১১টায় কাজের উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু। সিটির বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩২৫ মিটার এ সড়কের খরচ ধরা হয়েছে ১ কোটি ৮৯ লক্ষ ২৭ হাজার ৩৬১ টাকা।

সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, বড় বাজার একটি ব্যবসা নির্ভর এলাকা। এখান থেকে প্রতিদিন শতশত ট্রাকভর্তি ভারী পণ্য, নির্মাণ সামগ্রী আনা নেওয়ার কাজ চলে। কার্পেটিংয়ের রাস্তা থাকায় অল্প সময়ের মধ্যেই রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘস্থায়ী ও টেকসই হওয়ায় ব্যবসায়ী মহলসহ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আরসিসি রাস্তা। জনদাবি বিবেচনায় নিয়ে এই রাস্তাটি আরসিসি দ্বারা উন্নয়ন পরিকল্পনা করে আজ তা উদ্বোধন করা হলো। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হবে।

মেয়র তার বক্তব্যে আরো বলেন, প্রকৌশল বিভাগ বা ঠিকাদারি প্রতিষ্ঠান কোন অনিয়ম বা দূর্নীতির সাথে জড়িত হলে তদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন, নির্মাণ কাজ যতই সঠিক হোক না কেন। কাজশেষে কিউরিং সঠিক না হলে কাজের মান বজায় থাকবে না। এ জন্য কিউরিং করার সময় একটু কষ্ট হলেও ব্যবসায়ীদেরকে ধৈর্য্য ধরতে হবে। সঠিকভাবে কিউরিং করা হলে এই রাস্তাটি দুই যুগেরও বেশী সময় টেকসই হবে।

পরিচ্ছন্ন নগরী উপহার দেবার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে সারাদিন নগরবাসি যেনো পরিচ্ছন্ন নগরে স্বচ্ছন্দে চলতে পারে সেজন্য আগামী পয়লা জানুয়ারি থেকে রাতের বেলায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আবারো শুরু করা হবে। সন্ধ্যার পর সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্থানে নগরবাসী নিত্যদিনের বাসাবাড়ি, দোকানপাটের ময়লা-আবর্জনা ফেলবে এবং রাতে সিটি কর্পোরেশন সেই ময়লা সরিয়ে নেবে। এ কাজে মেয়র নগারিকদের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, বড় বাজার ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালমান ওমর রুবেল, ব্যবসায়ী নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তা মো. শফিউল্লাহ, জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আ. ছালাম, সাধারণ সম্পাদক চান মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন বক্তব্য রাখেন।

সংবাদ সারাদিন