ময়মনসিংহের ফুলপুরে সড়কে প্রাণ গেল ৮ জনের

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাষাটায় নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাস পুকুরে পড়ে যাওয়ায় মারা গেছেন ৮ জন।

|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাষাটায় নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাস পুকুরে পড়ে যাওয়ায় মারা গেছেন ৮ জন। দুই জন কে জীবিত উদ্ধার করা গেছে। যারা মারা গেছেন তাদের সবার বাড়ি ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নে।

মঙ্গলবার ১৮ই আগস্ট সকালে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। পরে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন