|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
জাতির পিতার ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি সৃস্টির অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন করেছে মোল্লাহাট উপজেলা যুব মহিলা লীগ। বৃহস্পতিবার দুপুরে কে,আর কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, সংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর ও প্রচার সম্পাদক এস,এম, নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, অধ্যাপক সীতাংশু কুমার সমাজপতি, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহিদ রানা পাচা, উপজেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু, শ্রমিকলীগ নেতা ইয়ার আলী ঝড়, মহিলা লীগ নেত্রী আছিয়া আক্তার ও নাহিন আক্তার প্রমূখ।